ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়িয়ায় করোনা আক্রান্ত আরও একজেনর মৃত্যু! জেলায় নতুন আরও একজনসহ সনাক্ত ৬১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ার করোনা আক্রান্ত এক নারী ঢাকার কর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যুবরণ করেছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেল তিনজন। এর আগে গেল মাসের ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ৯০ বছরের এক ব্যক্তির প্রথম মৃত্যু হয়। এর পর গত ২৬ এপ্রিল ডামুড্যা উপজেলায় একই পরিবারে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে একজন মারা যায়। এছাড়া গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও একজনের দেহে করোনা সনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬১ জনে।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৬১ জনের মধ্যে সুস্থ্য হয়ে সাভাবিক জীবনে ফিরেছেন আট জন। আজ জেলা স্বাস্থ্য অধিদপ্তর সুস্থ্য হওয়া আটজনকে আনুষ্ঠানিক ভাবে ফুল দিয়ে বরণ করবেন।

গতকাল রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের করোনা আক্রান্ত এক নারী ঢাকার কর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তিনি বহুদিনি যাবৎ করোনা আক্রান্ত হয়ে কর্মিটোলা জেনারেল হাসপাতালের আইশোলেশনে চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়। আজ বৃহস্পতিবার ঐ নিহত ব্যক্তির গ্রামের বাড়ী শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মোড়ল কান্দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়নে ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন সমন্বয় কমিটি আইডিসিআরের নিয়মানুযায়ী দাফন সম্পন্ন করবে।


error: Content is protected !!