ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ারার রায়পুরে বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে ত্রাণ সহয়তা

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের মধ্যম রায়পুর এলাকায় বেড়িবাঁধ ভাঙ্গার ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে ত্রাণ সহয়তা দিয়েছে জিটুজি প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্যোক্তা কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

রবিবার (০৯ আগস্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্যোক্তা কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুন্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, বিশেষ অতিথি আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, বৈরাগ ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ।

ত্রাণ সহয়তার মধ্যে ছিলো ক্ষতিগ্রস্ত ১হাজার পরিবারের জন্য ১০ টন চাউল, ১ হাজার লিটার তেল ও ১ হাজার কেজি মসুর ডাল। উল্লেখ, করোনা ভাইরাস মোকাবেলায় গত ০৫ এপ্রিল জিটুজি প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) উদ্যোক্তা কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ১০টন চাউল উপজেলা প্রশাসনকে হস্তান্তর করেন।


error: Content is protected !!