ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে তিন হাজার ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে মশিউর রহমান বাদল পেয়েছেন দুই হাজার ১৪৭ ভোট। নির্বাচনে বিএনপি প্রার্থী মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬১ ভোট। অপর দুই স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের মো. মাহাবুবুর রহমান পেয়েছেন ১২৪ ভোট এবং আনারস প্রতীকের মো. শাহজামাল পেয়েছেন ৯৮৭ ভোট।

 

রিটার্নিং অফিসার ও ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা মো. সুরুজ্জামানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

 

সকাল ৯ টায় নোয়রপাড়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৭১টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। এ ইউনিয়নের মোট ভোটার ২০ হাজার ৯৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটর ১০ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১০ হাজার ১৩২ জন।

 

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৩ নভেম্বর নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যুর পর এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। তিনি আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছিলেন। সামাদ মিঞাকে ঘোষনা করা হয়।


error: Content is protected !!