ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় শিক্ষা ব্যবস্থার হালচাল

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। মহামারির কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা নেওয়া হবে না বলে পূর্বেই সরকার ঘোষনা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বার্ষিক পরীক্ষা না হওয়ার কথাও বলেছেন শিক্ষা বিভাগীয় নিতিনির্ধারকগণ। তবে শিক্ষা মন্ত্রনালয়ের সর্বশেষ আবডেট অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট তৈরি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয় এবং রীতিমত স্কুল গুলোতে এ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে।

তবে চারটি শর্ত দিয়ে অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়া অনুমতি দিয়েছে সরকার। করেনা ভাইরাস পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হলেও সরকার ইতিমধ্যেই অফিস আদালত এবং সব অর্থনৈতিক কর্মকান্ড খুলে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হারও আগের তুলনায় অনেক কমেছে বলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া রিপোর্টে বলা হয়েছে। বর্তমান হার অনুযায়ী প্রতি ১০ জনের নমুনা পরীক্ষায় ০১ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। অথ্যাৎ সব মিলিয়ে ভাইরাসটি ক্ষয়িষ্ণু ধারায় রূপান্তরিত হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলছেনা কেন? এর উত্তরে বলা যায় শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, তাদের ব্যাপারে আমাদের অতন্দ্র প্রহরীর মত সদা সতর্ক থাকতে হবে, তা ছাড়া আমি নিনোক্ত কয়েকটি কারণ উপস্থাপন করছি।

১। সংক্রমনের হার কমলেও এখন ও রোগী পাওয়া যাচ্ছে।
২। শীতের সময় করোনার দ্বিতীয় দফা সংক্রমনের সঙ্কা আছে।
৩। অভিভাবকদের মাঝে এখন ও আতঙ্ক রয়েছে।
৪। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি কতটা মানা সম্ভব হবে তা পরিস্কার নয়।
৫। অনেক দেশেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আবারও বন্ধ করতে হয়েছে।
৬। অনেক দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে।
৭। শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের পাশা-পাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরাও সংক্রমণের ঝুঁকিতে থাকবেন।

মোদ্দাকথা, আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টি সার্বাগ্রে চিন্তা করতে হবে।

মো: আ: আউয়াল, সিনিয়র শিক্ষক, নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়িয়া, শরীয়তপুর।


error: Content is protected !!