
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাট নাগেরপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নাগেরপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ৩৮৭ ভোট পেয়ে মো. জসিম উদ্দিন বেলায়েত সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন ঢালী ছাতা প্রতীকে পান ২১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতীকে ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনামুল হক (মন্টু মৃধা)। তার নিকটতম মো. কামাল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পান ২১৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে আল আমিন খান (কলস), কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন সিকদার (বৈদ্যতিক পাখা), ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুজন মাদবর (পদ্মফূল), ২ নম্বর ওয়ার্ড সদস্য জুয়েল সিকদার (ঘুড়ি), ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবু বকর (বিনাপ্রতিদ্বন্দ্বিতা), ৪ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন (বিনাপ্রতিদ্বন্দ্বিতা), ৫ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল সরদার (মোবাইল) জয়লাভ করেছে।