
বাংলাদেশ আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা একাত্তর ও পচাত্তরের প্রেতাত্মা, ওদেরকে সমুলে উৎপাটন করতে হবে। কিছু কিছু লোক পবিত্র ইসলামের অপব্যাখ্যা দিয়ে আজকে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।
যারা একাত্তরেও ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাড়িয়েছিল, তারা বাংলাদেশের স্বাধীনতায় এখনও বিশ^াস করেনা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে সমুলে উৎপাট করবে। তিনি আজ রোববার সকাল ১০টায় বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে সখিপুরের চরভাগা ইউনিয়নের পাইক বাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে ইমাম-মোয়াজ্জেম ও মাদ্রাসা ছাত্রসহ স্থানীয় এক হাজার অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা কর্মকর্তা তানভীর আল-নাসীফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।