ঢাকা, শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কাটায় জরিমানা

হাটহাজারী ,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মোঃ শিহাব আলী নামে এক ব্যক্তিকে কৃষিজমির উপরিভাগ মাটি কর্তনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

রোববার (২৬ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরির বাড়ী সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত শিহাব আলী ওই এলাকার মোহাম্মদ আলীর পুত্র।

 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগ পেয়ে সরেজমিনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায় এস্কেভেটর দিয়ে মাটি কাটছে শিহাব আলী নামের এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার অপরাধ স্বীকার করে। এই অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়। অভিযানে মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


error: Content is protected !!