
সুবর্ণচর , নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাইদূল হাছান এর সঞ্চালনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শহিদুল হকের সভাপতিত্বে বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা, সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম,এস,পিপিও মোঃ কামাল উদ্দিন সহ কৃষক কৃষানী বৃন্দ।
এ সময় জেলা প্রশাসক সূর্যমুখী আবাদের প্রতি বিশেষ গুরাত্বারোপ করেন। তিনি বলেন, সুবর্ণচরের সূর্যমুখী থেকে কৃষকরা তৈল উৎপাদন করে নোয়াখালীর চাহিদা মিটিয়ে সারাদেশে রপ্তানি করে দেশের উন্নয়নে সহযোগিতা করবে।