ঢাকা, শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাইখালীর কারিগর পাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা

রাইখালীর কারিগর পাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা (প্রতিকি ছবি)

কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর কারিগরপাড়া এলাকার এক গৃহবধু নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।

 

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানায় নিহত উয়েইংচিং মারমা(৩৫) একই এলাকার সাগ‍্যউ মারমার সহধর্মিণী।

 

৩১ মার্চ ২০২৩ শুক্রবার সন্ধ্যা ইফতারের আগে এই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। ঘটনায় সংবাদ পেয়ে সাথে সাথে চন্দ্রঘোনা থানার ওসি এবং পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে।

 

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জানান, ঐ মহিলা দীর্ঘ ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর পরিবার বিভিন্ন ডাক্তার, বৈদ্যের কাছে গিয়ে তাঁর চিকিৎসা করিয়েছিলেন। ঘটনা সময় তাঁর ছেলে ও মেয়ে ঘরের বাহিরে ছিলেন এবং স্বামী বনের মধ্যে কাট কাটতে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর ছেলে ঘরে এসে দেখে মা ঘরের মধ্যে রশিতে ঝুলে আছে। যেহেতু ঐ মহিলার মৃত্যুর ঘটনায় পারিবারিক পক্ষ হতে কেউ অভিযোগ করেন নাই, তাই উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশটি তাদের পরিবারের সদস্যদের নিকট আমরা বুঝিয়ে দিয়েছি।

 


error: Content is protected !!