ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীর সীমান্ত সড়কে দূর্ঘটনায় নিহত ২ আহত ১

রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে আছে

স্টাফ রিপোর্টার , রাঙামাটি :
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ সময় আরও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

১৫ এপ্রিল ২০২৩ শনিবার বিকাল ৫ টায় জেলার বিলাইছড়ি ও রাজস্থলীর সীমান্ত সড়কের গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১ জন আহত হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

 

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বুলবুল আহম্মদ জানান, সন্ধ্যা ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা হতে তিন জন রোগী আনা হলে দুই জন কে মৃত পাওয়া যায়। একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।

 

নিহতরা হলেন- মিনহাজুল করিম (২০) গ্রাম ডুলুপুর পোষ্ট,আমিলাইস সাতকানিয়া চট্রগ্রাম। মোহাম্মদ নাঈম (২৩) গ্রাম পশ্চিম ফরহাদা বাদ হাটাজারী চট্রগ্রাম। গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ শাহিন (২২) পিতা, ইউনুচ আলী গ্রাম কাঞ্চন নগর ফটিকছড়ি চট্রগ্রাম।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় ২ জন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।

 


error: Content is protected !!