
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন। মঙ্গলবার দিনব্যাপি মোবারকপুর ইউপি ১নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া-সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এ সময় মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ডা. রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবাকুল ইসলামসহ সমর্থনকারী উপস্থিত ছিলেন।