
নওগাঁ প্রতিনিধি : পত্নীতলা থানায় আটককৃত নেতাকর্মীদের দেখতে গিয়ে আটক হলেন বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। খাজা নাজিবুল্লাহ চৌধুরী জেলা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলো শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নজিপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন থানায় মামলা করেন।
এরধারাবাহিকতায় সকালে ৪ জনকে আটক করে পুলিশ। এই মামলার প্রধান আসামি নাজিবুল্লাহ চৌধুরী বিকেলে আটকৃদের দেখতে থানায় আসলে তাকে আটক করা হয়।