ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাবী অন্ধকার – অভ্র ওয়াসিম

কিছুই ভালো লাগে না
হৃদয়ের কমলতা আজ ঝরা পাতা
বিলুপ্ত তুমি যৌবনের স্পর্শ অনুভব
যতই তোমাকে মনে করতে চাই
ততই হৃদয় কেঁপে ওঠে হারিয়েছে সে
নগরে সভ্যতার ভিড়ে দীর্ঘ ট্রাফিকে
আকাশের মেঘে মেঘে ডানা মেলে
তবু তুমি আছো পাঁজর ভাঙ্গা কষ্টে
চিল উড়ে চাতকের অপেক্ষা ফুরায়
আমি কোজাগরী চাঁদ দেখি ফাল্গুনে
এই তো স্নিগ্ধ আলো ভাবী অন্ধকার
তুমি কেমন ছিলে এখন অন্যরকম
রূপালী দাঁতের হাসি কেন ম্রিয়মান?

error: Content is protected !!