
লিটন চন্দ্র দাস, সুবর্ণচর, নোয়াখালী : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ সকালে গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯শ’ ৪ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ।
সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হবে । প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে।
এর আংশ হিসেবে সুবর্ণচর উপজেলায় ২০ পরিবারের মাঝে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিয়েছন উপজেলা নির্বাহী অফিসার ইবনূল হাসান ইভেন।
এ সময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী আবদূর রব মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউ,পি, চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, আবুল বাসার মঞ্জু, আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ আবদূর রব, উপজেলা যুবলীগ আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আমিনূল ইসলাম রাজিব, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি লিটন চন্দ্র দাস, সহ সাংবাদিক বৃন্দ্ব।
দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।