
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি।। শরীয়তপুরের গোসাইরহাটে করোনার টিকাদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়ালকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেন।
টিকা দেওয়া কার্যক্রম উদ্বোধন করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. অালমগীর হুসাইন। এরপর একে একে আরও ১৮ জনকে টিকা দেওয়া হয়।
গোসাইরহাট উপজেলার চেয়াম্যান, ফজলুল রহমান এর সভাপতিত্বে উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসিনিয়র নার্স অাকলিমা অাক্তার ও মাকসুদা অাক্তারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব সহকারী (প্রধান) মো.জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (এমটি ইপিঅাই) অাব্দুস সালাম, উপজেলা এলজিইডি হিসাব রক্ষক মো. জাহাঙ্গির হোসেন, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কে এম সাইফুল্লাহ কাওসার, সাংবাদিক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হাসান শামীম ও সাংবাদিক সালমান হোসেন সাগর প্রমুখ।