
সুপ্তা চৌধুরী: আজ রবিবার ইভিএম- পদ্ধতিতে রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু নারিকেল গাছ প্রতীক নিয়ে।
তিনি ৮ হাজার ৫শত ৫৪ ভোটের ব্যাবধানে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা প্রতীক) কে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যা রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থাকা কন্ট্রোল রুম থেকে ওই নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করা হয়।
ওই ফলাফলে দেখা গেছে, বিজয়ী আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ) পেয়েছেন, ১৫ হাজার ৯শত ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মহম্মদ আলী চৌধুরী (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৩শত ৪৮ ভোট। এছাড়া বিএনপি মনোনিত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ) পেয়েছেন, ২ হাজার ৬শত ৮৩ ভোট এবং জাতীয় পার্টি মনোনিত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) পেয়েছেন, ৯শত ৫৯ ভোট।
এ নির্বাচনে ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।