ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অনুপস্থিত সাড়ে ২০ হাজার, ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

রোববার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে‌ এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ দিন ২০ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রোববার (২১ মে) বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

রোববার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন দাখিলের জীববিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। রোববার পরীক্ষা ছিল ১৪ লাখ ৬৮ হাজার ৭০০ জনের।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে ৪ জন, চট্টগ্রাম বোর্ডে একজন, দিনাজপুর বোর্ডে একজন এবং ময়মনসিংহ বোর্ডের ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

 

সোমবার (২২ মে) এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন এসএসসি ও দাখিল ভোকেশনাল ও দাখিলের কোনো পরীক্ষা নেই।


error: Content is protected !!