
রোববার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ দিন ২০ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
রোববার (২১ মে) বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন দাখিলের জীববিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। রোববার পরীক্ষা ছিল ১৪ লাখ ৬৮ হাজার ৭০০ জনের।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে একজন, কুমিল্লা বোর্ডে ৪ জন, চট্টগ্রাম বোর্ডে একজন, দিনাজপুর বোর্ডে একজন এবং ময়মনসিংহ বোর্ডের ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
সোমবার (২২ মে) এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন এসএসসি ও দাখিল ভোকেশনাল ও দাখিলের কোনো পরীক্ষা নেই।