
রাজবাড়ী প্রতিনিধি : সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তাদের পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হয়েছে।
সদর উপজেলার সূর্যনগর রেলষ্টেশন এলাকায় বুধবার দুপুরে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন, রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আজম আলী মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।
উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা, সমিতির সহ-সভাপতি কাউছারুল ফেরদৌস ও খলিল মন্ডল, রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মান্নান মোল্লাসহ সমিতির ১১২ জন সদস্য।