ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

অধীর রাজ বংশী ,শ্রীনগর ,মুন্সিগঞ্জ :
বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলেই মোটর সাইকেল চালক   এক যুবকের মৃত্যু হয়েছে।

 

২২ মে ২০২৩ সোমবার বিকেল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব (৩২) নামে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।

 

প্রত্যক্ষ দর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের বেজগাও বাস স্ট্যান্ডে গাংচিল পরিবহ যাত্রী উঠানোর জন্য হঠাৎ পার্কিং করলে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক গাংচিল বাসের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে। পরে হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশ ও বাইকটি তাদের হেফাজতে নিয়ে যায়।

 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটর সাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান আছে।


error: Content is protected !!