যশোরের কেশবপুর পৌর শহরে লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে জরিমানা করেছে ।
সোমবার (০৫ই এপ্রিল) সকালে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ১০জন ব্যক্তিকে ও এক পরিবহন চালককে ৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৪ দোকানদারকে ২ হাজার টাকা এবং এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৬ দোকানদারকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করেন।