ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভবন প্রশাসনের কব্জায়

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভবনের লিজ বাতিল করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩০ মে) ভবনটিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করা হয়।

 

dhakapost

জেলা প্রশাসন জানায়, চকবাজার থানার কাসিমপুর মৌজার চট্টগ্রাম কলেজের হোস্টেল গেটের বিপরীত পাশে দোতলা ভবনটি লিজ নিয়েছিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন। তাদেরকে ৫ দশমিক ৪০ শতক জমি লিজ দেওয়া হলেও বাস্তবে এর চেয়ে বেশি জায়গা দখলে নিয়েছিল। কিন্তু ২০১৮ সাল থেকে লিজ নবায়ন করেনি সংগঠনটি। একপর্যায়ে তাদের লিজ বাতিল করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, দোতলা ভবনটি এখন প্রশাসন কব্জায় নিয়েছে। এখানে থাকা বিভিন্ন মালামাল জব্দ করে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।


error: Content is protected !!