
২১ জুন ২০২২ মঙ্গলবার বিকালে খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ হাছান নগরের বড় টিলা এলাকার মনাফ কাজী ও শান্তি প্রিয় এর বাগানে সিমানা সংলগ্নে ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত সাহেদ হোসেন (১৫) পানছড়ির হাছান নগর গ্রামের লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাহেদ জঙ্গলে পাহাড়ে নিজেদের গরু চড়াতে যায়। বিকাল সাড়ে তিনটার দিকে কাজ থেকে ফেরার পথে আলমগীর হোসেন বনের ভিতর গাছে ঝুলন্ত লাশ দেখে ভয়ে দৌড় দেয় এবং নাসির শফিকুলদের বললে পার্শ্ববর্তী আনসার পোষ্টে খবর দেয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে আনুমানিক বিকাল ৫ টার দিকে সরজমিনে মৃতের সুরতহাল তৈরী করে লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নাই।