
২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার দুপুরে উপজেলার ১৫ নং ওয়াহেদ পুর ইউনিয়নের হাদি ফকির হাট বাজার থেকে তাকে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার চুনারু ঘাট থানার আহম্মদা বাদ ইউনিয়নের ছাপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের হাদি ফকিরহাট এলাকায় ঢাকা মুখী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে ইমরান নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।