
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম খেলায় সাগরিকায় লড়বে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে যেখানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অথিনায়ক ইয়াসির রাব্বি। ফলে ব্যাটিংয়ে নামবেন আফিফ হোসেন-উসমান খানরা।
খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী (অধিনায়ক), আজম খান, আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, পল ভ্যান মেকেরেন, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: উসমান খান, ম্যাক্স ওডাউড, আফিফ হোসেন, দরবেশ রাসুলি, জিয়াউর রহমান, শুভাগত হোম (অধিনায়ক), খাজা নাফে, ফরহাদ রেজা, মেহেদী হাসান রানা, নিহাদুজ্জামান, তাইজুল ইসলাম।