
২০ জানুয়ারী ২০২৩ শুক্রবার সকালে পৌর সভার সোনাইপুল সাপ্তাহিক বাজারে এ ঘটনা ঘটে। আটক রোহিঙ্গা যুবক উখিয়া কুতুপালং ২ নম্বর ডি/৫ রোহিঙ্গা ক্যাম্পের জহরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সোনাইপুল বাজারে সাপ্তাহিক বাজার করার সময় ওই রোহিঙ্গা যুবক কয়কজনের এন্ড্রয়েড মোবাইল ও একজনের মানিব্যাগ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রামগড় থানা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।