
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চানপুর থেকে ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাজা ও ৩০ বোতল মাদক জাতীয় স্কপ সিরাপ সহ তামিম মোল্লা (১৮) কে আটক করে বিজিবি। আটক যুবক চাঁনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। ২০ জানুয়ারী ২০২৩ শুক্রবার সকালে আজমপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ মনির হোসেন আখাউড়ায় থানায় মামলা দিয়ে ওই যুবককে সোপর্দ করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন আটক যুবককে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।