
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন । শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে নড়িয়া পৌরসভার ব্র্যাক অফিসের সামনে প্রেমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পূর্ণ হয়।
নিহত নুরুল ইসলাম নুরু ছৈয়াল (৭৫) নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া এলাকার বাসিন্দা। তিনি একটি টং দোকানে চা বিক্রি করতেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে নড়িয়া বাজার থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলেন। নড়িয়া-শরীয়তপুর সদর সড়কের প্রেমতলা এলাকায় পৌঁছলে নুরু ছৈয়াল সড়ক পার হচ্ছিলেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটির চালক পালিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার সময় পদ্মা সেতু হাইওয়ে সড়কে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে এব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই বলে জানান।