ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পানছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে পানছড়ি কলেজ গেইট এলাকায় ইজিবাইক ও সিএনজি সংঘর্ষে ১ জন নিহত হয়। খাগড়াছড়ি জেলার কমলছড়ি গ্রামের বিনয় রাহুল চাকমার ছেলে টুইন চাকমা মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং থেকে তার ভগ্নিপতির সাথে নিজ বাড়িতে সিএনজি যোগে ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পানছড়ি কলেজ গেইট এলাকায় বেপরোয়া ইজিবাইককে সাইড দিতে গিয়ে সিএনজি রাস্তার ঢালুতে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় টুইন চাকমাকে পানছড়ি সদর হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন বলেন, বিষয়টি জেনেছি ,তবে হাসপাতাল থেকেই মৃতের আত্মীয় স্বজন লাশ খাগড়াছছড়ি নিয়ে গেছেন। এ ব্যাপারে কেহ বাদী হয়ে কোন অভিযোগ করে নাই।


error: Content is protected !!