ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের পরে এবার কোয়ারেন্টাইনে বোনের মৃত্যু!

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বোনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড়টায় করোনা উপসর্গ নিয়ে মশুরা গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সালমা বেগম (৫৩) নামের একজনের মৃত্যু হয়। এর আগে গত ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় করোনা উপর্স নিয়ে সালমা বেগমের ভাই সেলিম খানের মৃত্যু হয়েছিল। তার পর থেকে নিহত সেলিম খানের বাড়ির তিনটি পরিবারের ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখেন, নড়িয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এদিকে ভাই মারা যাওয়ার তিন দিনের মাথায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বোনের মৃত্যু হওয়ার পর থেকে ঐ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার জয়ন্ত্রী রূপা রায় বলেন, গত তিনদিন আগে করোনা উপসর্গ নিয়ে সেলিম খান (৫৫) নামে ভোজেশ্বর বাজারের নৈশ্যপ্রহরী মারা যাওয়ায় ঐ বাড়ির তিনটি পরিবারের ১২জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ তিনদিন পর হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিহত সেলিম খান এর ছো্ট বোন সালমা বেগম (৫৩) দুপুর দেড়টায় মারা যান। এ অস্থায় তাদের বাড়ির বাকী ১১ সদস্যকে প্রাতিষ্ঠানিক অথবা সম্পূর্ণভাবে অবরুদ্ধ রাখার চিন্তা করছি। ইতিমধ্যে ঘটনা স্থলে আমাদের মেডিকেল টিম ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা গিয়েছেন। এছাড়া ঐ পরিবারে বাকী সদস্যদের সকলে নমুন সংগ্রহ করা হবে।


error: Content is protected !!