ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পাহাড়ধ্বসে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে প্রায় ৪ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর ফায়ার সার্ভিস, সড়ক জনপথ ও আনসার ভিডিপির যৌথ প্রচেষ্টায় স্বাভাবিক হয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

১৭ আগষ্ট ২০২৪, শনিবার সকালের দিকে খাগড়াছড়ি- আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক কর্মকর্তা যত্নমানিক চাকমা বলেন,পাহাড় ধসের ফলে বিদ্যুতের খুঁটির উপর গাছ হেলে পড়ার কারণে আমরা সংযোগ লাইন বন্ধ করে দিয়েছি। পরে আমাদের একটা টিম সেখানে গিয়ে সংস্কার করার পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবক কান্তি বড়ুয়া জানান,”পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রামে সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে আমাদের মাটিরাঙা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের নিয়ে মাটি সরানোর কাজ শুরু করি। পরে সড়ক ও জনপদ বিভাগ মাটি সরানোর কাজে অংশ গ্রহন করে । প্রায় ৪ঘন্টা চেষ্টার পর সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল সচল হয়েছে।

খাগড়াছড়ির আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান বলেন, চলমান ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা হিল আনসার ও হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যগণ রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।সকালে খবর পাহাড় ধসের খবর পেয়ে আমাদের একটা টিম ফায়ার সার্ভিস,সড়ক বিভাগের সাথে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজে সহযোগিতা করি। কয়েক ঘন্টা সম্মিলিত চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,”ভোরে আলুটিলা সড়কে উপর মাটি ধসে পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। বর্তমান সড়ক যোগাযোগ চলছে।


error: Content is protected !!