ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপুর অরন্য কুটিরে সার্বজনীন ২৪ তম মহামঙ্গল সূত্র পাঠ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
শান্তিপুর অরন্য কুটিরে বিশ্ব প্রাণী হিতসুখ মঙ্গলার্থে সার্বজনীন ২৪ তম মহামঙ্গল সূত্র পাঠ অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার সকাল থেকে কুটিরের হলরুমে ২৪ তম সার্বজনীন মঙ্গল সূত্র শ্রবন অনুষ্ঠানে সমবেত ত্রিরত্ন বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন, অরন্য কুটির উন্নয়ন কমিটির সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা।

বৌদ্ধ ধর্মীয় শ্রদ্ধেয় শ্রীমৎ চন্দন কীর্তি মহাস্থবির ভান্তে ও অন্যান্য ভান্তেগনের ধর্মীয় অনুশাসনের বাণী প্রচারের মাধ্যমে অনুষ্ঠানে পুণ্যার্থীগনের সার্বজনীন পঞ্চশীল গ্রহন, শ্রদ্ধাদান,বুদ্ধ প্রতিমুর্তি দান,সংঘ দান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, পরিত্রাণ প্রার্থনা ও মহামঙ্গল সুত্র শ্রবন করা হয়।

 

এ সময় বিভিন্ন পাড়া/গ্রামের সহস্রাধিক দায়ক দায়িকা সহ পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।


error: Content is protected !!