ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোসাইরহাটে কৃষি প্রযুক্তি মেলা-২০২০ পুরস্কার বিতরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাটে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ৷

 

 

বৃহস্পতি বার (১২-নভেম্বর) বেলা ১১টার দিকে “মুজিব বর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার “মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা,

মাদারীপুর, ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত৷

কৃষি প্রযুক্তি মেলা-২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল, ফরিদপুর মোঃ রিফাতুল হোসাইন৷

 

 

কৃষি প্রযুক্তি মেলা-২০২০ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।

 

 

মেলায় প্রদর্শিত প্রযুক্তিতে আছে, সর্জান পদ্ধতিতে সমন্বিত মাছ , সবজি ও ফল চাষ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, আইলে বা পুকুর পাড়ে সবজি চাষ, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, একক ও মিশ্র ফলবাগান স্থাপন, উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বৃদ্ধি, নিরাপদ ফসল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তি, বঙ্গবন্ধু কর্ণার ও কৃষি পন্য প্রদর্শন স্টল এর মধ্যে পুরস্কার বিতরন করা হয়৷

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী শরীয়তপুর মোঃ অামির হামজা, জেলা প্রশিক্ষণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী শরীয়তপুর এ কে এম মহিউদ্দিন, কৃষি প্রকৌশলী অধিদপ্তর খামার বাড়ী শরীয়তপুর মোঃ মোক্তার হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, জনাব ফজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার , কৃষিবিদ কল্যান কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার অনিরূদ্র দাস, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ নাজমা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা, সার ব্যবসায়ী ও কৃষক- কৃষানীরাও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম সাইফুল্লাহ কাওসার, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ হাসান আলী প্রমুখ৷

 

উপস্থাপনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাবুদ্দিন৷


error: Content is protected !!