
স্টাফ রিপোর্টার , ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় অবৈধ দখলে থাকা আড়াই কোটি টাকার সরকারী খাস জায়গা উদ্ধার করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানন পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধরী।
জানা যায়, নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত ১ শতক সরকারী খাস জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দোকান নির্মান করে ভাড়া উত্তোলনা করে আসছিল স্থানীয় সাবেক ইউপি সদস্য শানেওয়াজ সেবুল। বৃহস্পতিবার খবর পেয়ে ওই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রশাসন।
বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন দীর্ঘদিন ধরে একটি পক্ষ সরকারী খাস খতিয়ান ভুক্ত ১ শতক জায়গার উপর অবৈধভাবে ১১ টি দোকান নির্মাণ করে ভাড়া উত্তোলন করে আসছিল।
অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নজরুল ইসলাম, নাজির হাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোকতার হোসেন সহ থানা পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারের একটি টীম উপস্থিত ছিলেন।