ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে অসহায় দুই পরিবারকে নতুন ঘর উপহার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মুসলিম নগর গ্রামে পানছড়ি সাব জোনের সার্বিক তত্বাবধানে উপজেলা বিএনপি ও যুবদলের সহায়তায় অসহায় পরিবারকে নতুন ঘর নির্মান করে দেওয়া হয়েছে।

 

২৬ এপ্রিল ২০২৫,শনিবার সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পিএসসি পরিবার দুটির মাঝে ঘর বুঝিয়ে দেন।

 

সাব জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জন কল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে দেশ মাতৃকার সেবায় পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ।

 

এ সময় অন্যান্যদের মাঝে, পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের আহবায়ক মোঃ আবসার,যুগ্ন আহবায়ক মহরম আলী ও সদস্য সচিব মোঃ সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল হাসেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!