ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বিএনপি কর্মীকে আওয়ামীলীগ সাজিয়ে মামলায় জড়ালো পুলিশ

নিজস্ব প্রতিনিধি , ফটিকছড়ি ,চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির এক কর্মীকে আওয়ামীলীগের কর্মী সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগে উঠেছে।

 

ফটিকছড়ি থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন ভিকটিমের পরিবার। বিষয়টি বিগত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে উদ্রেগের সৃষ্টি হয়।

 

জানা যায়,গত ১২ এপ্রিল বিকালে জায়গা জমি সংক্রান্ত পরোয়ানাভুক্ত আসামী নুরুল আলম (৪৫) কে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টীম।নুরুল আলম উপজেলার কাঞ্চন নগর ইউপি-র ৪ নং ওয়ার্ডস্থ ওস্তাদ পাড়া এলাকার মৃত আলী আহমদের পুত্র।

 

একদিন পর ১৩ এপ্রিল আটক নুরুল আলমকে কোর্ট হাজতে প্রেরণ কালে ২০২৪ সালের ৮ নভেম্বর স্থানীয় পাইন্দং ইউনিয়ন স্বেচ্ছা সেবক দল নেতা সাদ্দামের দায়ের করা শহীদ মিনারে বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনা মামলায় নুরুল আলমকে অজ্ঞাতনামা আসামী হিসেবে আটক দেখান পুলিশ। পরবর্তীতে এ ঘটনা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

 

এ বিষয়ে নুরুল আলমের বড় মেয়ে শিক্ষিকা শান্তা মনি জানান,আমার বাবাকে আটকের পর রাতে খাবার দিতে আমি ও পরিবারের সদস্যরা থানায় যাই। সেখানে এস আই রাজ্জাক আমার কাছে টাকা দাবী করেন। অন্যতায় রাজনৈতিক মামলা দিয়ে চালান করার ভয় দেখান। আমরা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় একটি রাজনৈতিক মামলায় অন্তর্ভুক্ত করে আমার বাবাকে কোর্টে প্রেরণ করে।

 

পরবর্তীতে ১৬ এপ্রিল তিনি জায়গা সংক্রান্ত মামলায় কোর্ট থেকে জামিন পেলেও রাজনৈতিক মামলায় এখনো আটক রয়েছেন।

কাঞ্চন নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী জানান, নুরুল আলম কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় সদস্য। তাকে পুলিশ জায়গা জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার করলেও আওয়ামীলীগের কর্মী সাজিয়ে রাজনৈতিক মামলায় জড়ানো ঠিক হয়নি। নুরুল আলম যে বিএনপির কর্মী তা উল্লেখ করে আমরা ইতিমধ্যে প্রত্যয়ন পত্র দিয়েছি।

 

এ বিষয়ে জানতে চাইলে থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক আটক নুরুল আলম ও তার স্বজনদের কাছে টাকা দাবির বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।

ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে রাজনৈতিক মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যতটুকু জানি টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়। তার পরেও তদস্ত করে দেখা হবে।


error: Content is protected !!