
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি , চট্টগ্রাম:
ফটিকছড়িতে একটি প্রাইভেট মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।
২৭ এপ্রিল (সোমবার) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষককে আটক করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেনমামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম (২৪) ও স্খানীয় ভূজপুর থানার রোসাইংগোনা এলাকার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।
ভিকটিমের পরিবারের সাথে কথা বলে জানা যায়- গত শনিবার থেকে ওই শিক্ষারবথীকে পালাক্রমে বলাৎকার করে আসছে অভিযুক্তরা। শেষমেষ সহ্য করতে না পেরে রবিবার সন্ধ্যায় বিষয়টি পরিবারের নিকট প্রকাশ করে। পরে খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত তিন শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন- অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩ জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পরবর্তী তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।