ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘কেউ উত্ত্যক্ত করলে আমরা তাকে ছাড়ি না’

কাশ্মিরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনার শুরু। এরপর প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে সরাসরি হামলা চালায় ভারত; আর সে থেকে দুই দেশের মাঝে এখন তীব্র উত্তেজনা।

তবে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপের হাওয়া লেগেছে এই দুই দেশের শোবিজ অঙ্গনে। বিষয়টি নিয়ে যেমন পাকিস্তানের তারকা-নেটিজেনরা নিন্দা জানাচ্ছেন, অপরদিকে ভারতীয় তারকারা উল্লাস প্রকাশ করছেন। এমন সময়ে বলিউড অভিনেতা রণবীর সিং এর একটি পোস্ট নিয়ে নানা আলোচনা।

সেই পোস্টে হুঁশিয়ারি দিয়ে রণবীর লিখেছেন, ‘আমরা রাস্তায় চলার পথে কাউকে উত্ত্যক্ত করি না। তবে কেউ যদি উত্ত্যক্ত করে তাহলে আমরা তাকে ছাড়ি না।’ এর সাথে রণবীর সিং লিখেছেন – ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং প্রধানমন্ত্রী মোদীর দৃঢ়তাকে স্যালুট।


error: Content is protected !!