ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সভাপতি মোহাম্মদ আলী খান

বাঘড়া স্বরূপ চন্দ্র হাই স্কুলে নতুন এডহক কমিটি অনুমোদন

অধীর রাজবংশী, মুন্সীগঞ্জ :
জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘড়া স্বরূপ চন্দ্র হাই স্কুলে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

 

২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৭৩-আইন/২০২৪-এর ধারা ৩৯ অনুযায়ী গঠিত এ কমিটি পরবর্তী ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে।

 

৮ মে ২০২৫ ইং তারিখে অনুমোদিত নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী খান, যিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী এবং বর্তমানে ঢাকার মিটফোর্ড এলাকায় ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি শিক্ষানুরাগী পরিবার থেকে উঠে আসা একজন সমাজ সেবক। তার বাবা ছিলেন বাঘড়া ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম খান। তৎসময় তিনি শ্রীনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবুল হোসেন সাধারণ শিক্ষক প্রতিনিধি, জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি, প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, কমিটির অনুমোদন পত্রে বলা হয়েছে, এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করবে।


error: Content is protected !!