ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ইব্রাহীম খানের ১৩ দফা ইশতেহার ঘোষণা।

নাহিদুর রহমান দুলাল: লক্ষ্মীপুরের রায়পুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ইব্রাহীম খান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে  ব্যবসায়ীদের উন্নয়ন, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ১৩টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন।

১. বণিক সমিতির স্থায়ী কার্যালয় স্থাপন নিয়মিত সভা ও পরিকল্পনা বাস্তবায়ন
২.ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, সমস্ত সদস্যের জন্য ঝুঁকিভিত্তিক বীমার আওতাভুক্তকরণ
৩. ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়িক কাগজপত্র হালনাগাদ ও আইনি সহায়তা প্রদান
৪. নিরাপত্তা জোরদারে নৈশ প্রহরী ও সিসি ক্যামেরা স্থাপন
৫. বণিক সমিতির ওয়েবসাইট চালু করা, যেখানে সদস্যদের নাম, ছবি ও ব্যবসার বিবরণ থাকবে
৬. বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সকল ধর্মের জন্য আবর্জনা ব্যবস্থাপনার উন্নতি
৭. প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ
৮. ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন
৯. পৌরসভার নিবন্ধিত সকল ব্যবসায়ীদের পরিচয়পত্র প্রদান নিশ্চিতকরণ
১০. নিবন্ধিত ব্যবসায়ীদের নিয়ে প্রতিবছর একটি আনন্দ ভ্রমণের আয়োজন
১১. ব্যবসায়ীদের সন্তানের জন্য শিক্ষা সহায়তা ও শিক্ষাবৃত্তি চালুর অঙ্গীকার
১২. বাজারে যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ
১৩. সমিতির সকল সদস্যের গচ্ছিত আমানত ১০০%  সুরক্ষা নিশ্চিতকরণ।

সভাপতি প্রার্থী ইব্রাহীম খান বলেন, “এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে রায়পুর বাজার হবে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসাবান্ধব বাজার। আমি ব্যবসায়ীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।” সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।


error: Content is protected !!