
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলার ট্রান্সফরমেশান ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় “পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন শতাধিক কৃষক ও কৃষাণী।
কৃষি প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ফসলভিত্তিক কৃষক মাঠ স্কুলের কৃষক ও কৃষাণীরা।
কংগ্রেসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতু,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন।
কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজীব বসু।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল সরদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব পদ্ধতিতে উৎপাদন ও পরিবেশবান্ধব চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয়। পার্টনার প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কৃষি উদ্যোগ এবং সফলতার গল্প কৃষকদের নিজ মুখে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, “ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” মূলত কৃষকদের সক্ষমতা উন্নয়নে একটি সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ, যা সারা দেশের বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।