
কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলোচিত গোরখোদক মনু মিয়া আর নেই। আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতার এই নিঃস্বার্থ সেবক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মনু মিয়া জীবনের প্রায় পাঁচ দশক ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই অন্তত তিন হাজার কবর খুঁড়ে দিয়েছেন। মানুষের শেষ ঠিকানার যাত্রায় তিনি ছিলেন নিঃস্বার্থ এক সহযাত্রী। তার এই ব্যতিক্রমী মানবিক কাজের জন্য দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি তার প্রিয় ঘোড়া ‘বাহাদুর’-এর নির্মম হত্যাকাণ্ড তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করে। ঘোড়ার শোকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে তিনি বাড়ি ফিরে এলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
আজ তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন গোরখোদক ছিলেন না, ছিলেন মানবতার প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের পাশে থেকেছেন নিঃস্বার্থভাবে।