
প্রেমকাণ্ডে বিতর্কিত ডিসির আবেগঘন প্রতিক্রিয়া নিজের ব্যক্তিগত জীবনের ঘূর্ণিপাকে জর্জরিত শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন এখন কাঁদছেন বুক ভাসিয়ে। ঘনিষ্ঠ একজনের উদ্দেশে জানিয়েছেন—“তুমি অন্তত ভালো থেকো।” তার এই কথায় মিশে আছে অপরাধবোধ, ভালোবাসা ও আবেগের ঝড়।
সম্প্রতি শ্যালকের স্ত্রীর সাথে সম্পর্ক নিয়ে গণমাধ্যমে আসা বিতর্কের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানায়, একটি ফোনালাপ বা ব্যক্তিগত বার্তায় এই আবেগঘন মন্তব্য করেন তিনি।
তবে প্রশ্ন থেকে যায়—প্রশাসনের দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এমন সংকটে পড়লে, তা কতটা প্রভাব ফেলে প্রশাসনিক কার্যক্রমে?