
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ।
১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসার অগ্রদূত হিসেবে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়।
ড. ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, দরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃত হিসেবে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বের বহু দেশে দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে অনুসরণ করা হয়েছে।
বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চলমান রাজনৈতিক সংকট নিরসনে তিনি একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
জন্মদিন উপলক্ষে আজ ঢাকায় সীমিত পরিসরে একটি শুভেচ্ছা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের নানা প্রান্তে তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
ভোরের সংবাদ এর পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা।
— ভোরের সংবাদ ডেস্ক