ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় ও ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল নোমান, সাংবাদিক আবুল হোসেন সরদার।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বন সংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


error: Content is protected !!