ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকার (৫০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

 

স্থানীয়রা জানান, (২৮জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকারকে ঘুম থেকে তুলে নিয়ে ঘরের বাইরে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আব্দুর রহিম।

 

নিহত ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকার জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান,আব্দুর রহিম খন্দকার ১নং ওয়ার্ড (জিগাতলা) গ্রামের দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে খুন করেছে জানিনা। খুনের ঘটনা গভীর ভাবে শোকাহত আমরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।

 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান জানান,রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘন্টা উদঘাটনে একটি টিম কাজ করছে। ঘটনার রহস্য দ্রুতই উদঘাটন হবে।

 

লিয়াকত হোসাইন লায়ন/জামালপুর।


error: Content is protected !!