ঢাকা, বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সখিপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীয়তপুরের সখিপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।

 

আটক ব্যক্তির নাম মোঃ ওসমান বালা (৩০)। তিনি চরসেনসাস ইউনিয়নের নরসিংহপুর (মনা গাজী কান্দি) এলাকার মোঃ সেলিম বালার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “আটক ওসমান বালার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


error: Content is protected !!