
মাদারীপুরের ডাসারে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে স্নেহা নামের আড়াই মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু স্নেহা গোপালপুর ইউনিয়নের পূর্ব বড়গ্রাম এলাকার লিবিয়া প্রবাসী সোহাগ সরদারের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশু স্নেহাকে ঘরে ঘুম পাড়িয়ে রান্না করতে যান তার মা সালমা বেগম। প্রায় ঘন্টাখানেক পরে ঘরে এসে শিশুটিকে বিছানায় থাকা কাপড়ে পেঁচিয়ে দম বন্ধ হয়ে ছটফট করতে দেখেন।পরবর্তীতে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মামা শরিফুল তালুকদার বলেন,”আমার ভাগ্নি ঘুমের মাঝে দম বন্ধ হয়ে ছটফট করলে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।”
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজেশ মন্ডল জানান,”হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোঃ এহতেশামুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।