ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠ থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র জিহাদ, পরিবারের চোখে কান্না

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল ইসলামপুর এলাকা থেকে মো. জিহাদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

নিখোঁজ জিহাদ শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকিং গ্রামের বাসিন্দা। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার গোলাম মতুজা মাদ্রাসার ছাত্র ছিল।

 

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ জুন ২০২৫) জিহাদ দুপুরে মাদ্রাসার পাশেই তার ফুফুর বাড়িতে খাবার খেয়ে মাদ্রাসায় ফিরে আসে। এরপর বিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলার মাঠে যায়। কিন্তু খেলা শেষে সে আর মাদ্রাসায় ফেরেনি। সেখান থেকেই সে নিখোঁজ হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে তারা মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

জিহাদের পরিবার জানায়, “আমাদের শিশু সন্তান কোথায় গেল, কী অবস্থায় আছে — আমরা কিছুই জানি না। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে আমাদের জানাবেন।”

 

নিখোঁজ জিহাদের সন্ধানে সহায়তা চেয়ে পরিবারের পক্ষ থেকে একটি মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। যোগাযোগ:আবিদ মাহমুদ – ০১৮৮৯১৭৫৪৬৭

শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জিহাদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

 

🟧 ভোরের সংবাদ


error: Content is protected !!