
শরীয়তপুরের সখিপুরে ঘাস কাটতে গিয়ে রাসেল ভাইপার নামক একটি বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন এক কৃষক। স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে রোগীর সঙ্গে সাপও হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সেটিকে বিষাক্ত রাসেল ভাইপার বলে চিহ্নিত করে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) বিকালে সখিপুর থানার চরভাগা ইউনিয়নে। সাপের কামড়ে আহত কৃষক আজিজুল পাইক (৬০) ঐ ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের তার বাড়ি। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, বিকালে গরুর জন্য ঘাস কাটার সময় হঠাৎ একটি সাপ তার হাতে ছোবল দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক বলছেন, সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে শারীরিক অবনতি ঘটলে এন্টিভেনম প্রয়োগ করা হয়।
এবিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আর এম ও ডা. আব্দুর রাজ্জাক বলেন, “শনিবার রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করা যায়। এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয়। রোগীকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর পর তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত। আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে এন্টিভেনম দেয়া হবে।
এই ঘটনায় গতবছরের পর এবার নতুন করে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সাপের উৎপাত থেকে রক্ষা পেতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।