ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬১বিজিবি’র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি’র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকার নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসা ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা, ওসি মাহমুদুন নবি ও স্থানীয় মেম্বর, স্কুল/মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।

এসময় ৬১বিজিবি’র অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি বলেন,মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে দেশে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে অতন্দ্র প্রহরীর হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে একদিকে মাদকের অপব্যবহার রোধ, সরবরাহ হ্রাস এবং চোরাচালানে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, একই সাথে মাদকবিরোধী জনসচেনতনতামূলক সভার মাধ্যমে জনগণকে সচেতন করার কাজ অব্যহত রয়েছে।

 

এছাড়াও উক্ত সভায় বক্তাগণ মাদক পরিবহন/সেবন/বিক্রয় ও মজুদ সম্পর্কে আলোকপাত করার পাশাপাশি মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার বিষয়ে বলেন। স্থানীয় স্কুল/মাদ্রাসার শিক্ষকগণ মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

আসাদ হোসেন রিফাত/লালমনিরহাট


error: Content is protected !!